ভাবি যখন তোমার কথা শ্রাবন ধারা ঝরে,
নোনা জলে নয়ন ভেজে ঢেউ ভাঙে অন্তরে ।
উষা বেলা সূর্যি যখন রক্ত গোলাপ হয়ে
পুবাকাশে পাপড়ী মেলে আলোরই প্রণয়ে ।
তখন তোমার কোমল দেহে বেনারসীর হাসি,
যাচ্ছো তুমি পরবাসে আমি যে বানভাসি ।
দ্বিপ্রহরে দুর নীলিমায় গভীর নীলে নীলে
খোঁজে যখন হারানো প্রেম কাজল শঙ্খচিলে ।
তখন তুমি অনেক দূরে ছন্নছাড়া মেঘে
তোমার স্মৃতি রয় যে বুকের একটি কোনে জেগে ।
শেষ বিকেলের ক্ষণে যখন এঁকে বিদায় ছবি
ফেরে পাখি দিগন মেঘে অস্তাচলে রবি ।
দেখি তখন পরবাসে নতুন প্রেমীর বুকে
আমায় ভুলে মুখটি ঢেকে আছো অনেক সুখে ।
অশ্রু ঝরে সাঁঝের বেলা নেই গো তুমি সাথী,
কার ঘরেতে সন্ধ্যাপ্রদীপ জ্বালাও সন্ধ্যারাতি ?
স্বপ্ন ছিল বধূ করে আনব তোমায় বাড়ি
গভীর রাতে তুমি এখন শুধুই স্বপ্ন নারী ।
যেথায় থেকো ভালো থেকো সুখের বৃক্ষ ছায়ে
নতুন ঘরে বধূর সাজে সোনার নুপূর পায়ে ।
কি ছিল ভুল জানি না গো কেনই গেলে চলে
আবার আমি চাইব তোমায় নূতন জনম পেলে ।