রক্তজবার গর্ভকেশর
আমার বুকের স্বপ্নগাছি,
যতদূরেই যাওনা তুমি
দেখবে আমি পাশেই আছি ।


দিগন্তের ওই সুপ্ত কোনায়
যেথায় আকাশ স্পর্শে মাটি,
তোমার কোমল হাতটি ধরে
সেই মিলনের রেখায় হাঁটি ।


দূর নীলিমায় দেখবে চেয়ে
ছন্নছাড়া মেঘের সারি,
তোমায় নিয়ে স্বর্গসুখে
সেথায় প্রিয়া আমার বাড়ি ।


শেষ বিকেলে চাইবে মেঘে
দেখবে ধূসর আলোর ছটা,
সেগুলো সব মৃত আশার
জমাট বাঁধা রক্তফোঁটা ।


সাঁঝের বেলা প্রদীপ হাতে
দেখবে ওগো সন্ধ্যাতারা,
বেদন ব্যথা নিয়ে কেমন
নিরব হয়ে দেয় পাহারা ।


গভীর রাতে একাকি চাঁদ
হাঁটে যখন শূন্য পারে,
তখন তুমি মৌনমুখর
আঁধার ঘেরা স্বপ্নঘরে ।


তমাল শাখে দেখবে চেয়ে
চৈতি জোনাই করছে খেলা,
শান্ত তুমি আমার বুকে
শেষ প্রহরের রাত্রি বেলা ।


প্রত্যুষে দ্বার খুলে প্রেমী
অপেক্ষাতে রইব জেগে,
ঝরছে ঝরুক অঝোর ধারা
স্বপ্ন-স্মৃতির কাজল মেঘে ।