আর এক নতুন বসন্তের ভোর :
চৈতি কোকিলের চিরচেনা কুহুতান
সদ্য ঘুমভাঙা ঘুঘুর অক্লান্ত ডাক
তাল পলাশের বনে ;
ক্ষেত জুড়ে ঘুমন্ত জীর্ণ পলাশের পাতা
আর ঝরন্ত ফুলের রৌদ্রস্নান -
কেমন তারা হলুদ হয়ে যায়
ছেলেবেলায় দেখা হলুদ পাখিটার মতো ।


সব ইতিহাসগামী পথিক হয়ে যাত্রা শুরু করে
রচিত হয় ঐতিহাসিক পথ......
অন্তঃসত্ত্বা হয় কালের নারী
তবুও সব ফিরে আসে বার বার :
মৃত ঘাসের জঞ্জাল সরিয়ে রুক্ষ মাটির গান
ছোট ঘাসফুল অভিমান ভেঙে জেগে উঠে :
সেই আলো সেই অন্ধকার ।