আমি দেখেছি-এক বৃষ্টির ফোঁটা
কিভাবে আশাহত স্বপ্নের মতো ঝরে যায়,
আমি দেখেছি-একবিন্দু শিশিরের জল
কিভাবে হেমন্তের ভোরে পালিয়ে বেড়ায়
আমার আবক্ষ আকাশ প্রসূত শুভ্র মেঘের মতো
-এক নারী-বিলীন হয়ে যায়........

বৃষ্টি-মৃত্যুর হাত ধরে অন্ধকারে হারিয়ে যায়,
তবুও জাগিয়ে রাখে
জেগে থাকে সবুজের অন্তঃসত্ত্বায় ।
জাগে না শুধু শিশিরের জল
এক পৃথিবী রৌদ্রস্নানে মুখ ঢাকে
হয়তো এক চিরচেনা অভিমান লজ্জায় !