অপেক্ষার প্রহর ক্লান্ত হবে একদিন
ঘুমিয়ে যাবে অপলক চোখের দৃষ্টি ।
সেদিনও জানি পরিশ্রান্ত রাত
উপহার দেবে
ভোরের রক্তরাগ,
সেদিনও পৃথিবীর বুকে থেকে যাবে
সময় স্মৃতির দাগ,
ঝরবে মহুলের পাতা
বাসন্তী আঁচল ওড়াবে প্রকৃতির পরী
উড়ে যাবে চৈতি চিল ।
সেদিনও দিগন্তের মেঘে শেষ হবে
সূর্যির সংসার,
নীরব অন্ধকার
মৌন মায়ায় হেঁটে যাবে পায় পায়....
আলো আঁধারের আবছায়
সব পাখি ফিরে যাবে নীড়ে
সেদিনও সন্ধ্যা জোনাকি গাঁথবে মালা
তমালের শাখা জুড়ে ;
একাকি হেঁটে যাবে চাঁদ মেঘে মেঘে
ক্লান্তির খেলাবাড়ি,
দিগন্তে দেবে পাড়ি-
বিবর্ণ ধূলিপথ স্বপ্নের পদচিহ্ন বুকে ধরে,
পৃথিবীর বুক চিরে
নিরবধি বয়ে যাবে সহস্র নদী ।
অপেক্ষা আর অপলক দৃষ্টি জড়াবে
ঘুমের আঁচল মৌন অন্ধকারে
তুমি কিংবা মৃত্যু এলে ঘরে ।