অনন্ত মহাশূন্যের অন্ধকার থেকে উঠে
আমি ভোরের রৌদ্রস্নান করেছিলাম
একদিন
করছি এখনও প্রতিদিন ।
এখনও কি জেগে আছে ভোর
নাকি দ্বিপ্রহর ?
কেটে গেছে অনেক বছর......
হয়তো পড়ন্ত বিকেলে আমি
দিগন্তের বিষণ্ণ আলোয় করছি
ফিরে যাবার আয়োজন !
যদি তাই হয় তাহলে
আর একটু পথের বড়ো প্রয়োজন :
কিছু করে যেতে যাই
কিছু দিয়ে যেতে যাই
যেতে চাই কিছু রেখে
যেন পথের শেষে না পড়ে দীর্ঘশ্বাস,
তারপর নিয়তির হাত ধরে
খুঁজে নেব আমার নিবাস
জীবনচক্রের চক্রাকার কক্ষপথে ;
বিবর্ণ মাটির বুকে রক্তমাংসের দেহ রেখে
আমি সেই অনন্ত মহাশূন্যের রথে -
এক নিরাকার প্রান ।