দেখি সব কেমন বদলে যায় !
নিজের অস্তিত্ব রেখে রূপ বদলে ফেলে ।


বদলে গেছে অপেক্ষা :
চারটা মার্বেলের জন্য রৌদ্রে ঠায়
দাঁড়িয়ে থাকা মানায় না এখন
তাই তো আকাশের দিকে চেয়ে থাকা
দিন গোনা........


বদলে গেছে কান্না :
এখন ধূলোবালি মাখা নগ্ন গায়ে
হাত পা ছুঁড়তে ব্যর্থ আমি,
অবুঝ হৃদয়ের উত্তাপে গলে না
চোখের বরফ
এখন শুধু নীরবে গোপনে.......


বদলে গেছে সুখ :
একটা কাঠের খেলনা গাড়ি
কিংবা তুলোর পুতুল ।
এতে কি মন ভরে আর ?
চাহিদা বেড়েছে প্রতিদিন প্রতিক্ষণ......


বদলে গেছে ভাবনা :
চাঁদের বুকে বুড়ি, সুতোকাটা ঘুরন্ত চরকা
-সত্যি কি ?
-নাহ্, কলঙ্ক, সেগুলো কলঙ্ক......


সমাজের প্রকৃতির প্রতিটি জিনিসের অস্তিত্ব
আজও আমার বুকের ভেতর  
শুধু রক্তপাতে রূপ বদল করে সময়ের হাত ধরে ।


      