কবিতা !
এখন তোর অস্তিত্ব কোথায় ?
সেই কবে তোকে দেখেছিলাম
মেয়েটির বৃষ্টিস্নাত শুভ্র শাড়ীর ভাঁজে,
পড়ন্ত বেলায়
ঘরে ফেরা শঙ্খচিলের ঝরন্ত পালকে;
লেখা ছিল তোর নাম ।
পক্ষপুটের আলোছায়া বারান্দায়
চাঁদের মতো হতে চেয়েছিল
নিঃসঙ্গতার প্রতীক !

এখন তুই কোথায় ?

চোখ ফেরালেই তোকে দেখি
পৃথিবীর সবুজ রুক্ষ কোনায় কোনায় ।
সীমাবদ্ধতার রেখা মুছে দিয়ে গেছে
মহাশূন্যের ঝড়.....

সেটা কি সত্যিই তুই ?

লেখনীর প্রণয়ে
অন্তঃসত্ত্বা শুভ্রপত্রে তোর আবশ্যম্ভাবী
চিরপরিণতির গল্প আমি জানি,
আজ জানতে চাই
এ পরিণতির ঊনঅস্তিত্বের ইতিহাস ।