"আমি শান্ত ছেলে, তোমায় পেলে"-
সে এক প্রস্তর যুগের বানী ।
সেদিন কাজল মেঘে বৃষ্টি হতো
স্পর্শ দিয়েই মিলিয়ে যেতো
বিবর্ণ জীবন্ত মাটির
কয়েক স্তর অতিক্রম করে ।
বর্ধিষ্ণু প্রস্তরের ক্ষয় ছিল না
কোনো আবহবিকার কাজ করেনি
সে যুগের অভ্যন্তরে !
আমি সেদিন অশান্ত চঞ্চল ছেলে
প্রতিটি পাথর ধুইয়েছি রক্তস্নানে ।
শুধু সীমাবদ্ধ চিন্তন অরণ্যে
ডেকে যেতো এক ক্লান্ত কোকিল......

সে যুগের কথা বড্ডো মনে পড়ে !

যে যুগ পেরিয়ে এখন
মহাশূন্যের আলোছায়া পথে চলি
উজ্জ্বল নক্ষত্রের সন্ধানে.....
আজও বৃষ্টি হয়, রক্ত ঝরে,
সহস্র প্রস্তর ভেদ করে বলে উঠি -
"আমি শান্ত ছেলে, তোমার কোলে"।