রুবিনা দি রুবিনা দি একটা কথা বলো
আমায় ভুলে কেনো তুমি অন্য পথে চলো ?
আমার কথা হয়তো এখন পড়ে নাগো মনে
আমায় তুমি খোঁজো না আর দীঘল মেঘের কোনে !
আজও তোমায় খুঁজি আমি পুবেল হাওয়া এলে
গভীর রাতে রাখি মাথা তোমার স্নেহ কোলে ।
সেই কথাটি জানলে না গো জানবে কেমন করে
সাঁঝের প্রদীপ জ্বালাই দিদি বেদন বালুচরে ।
পথের শেষে ক্লান্ত আমি শূন্য ভাঙা মন !
এই জীবনে তোমায় দিদি বড্ডো প্রয়োজন ।
একটা নদী আমার বুকে কাঁদছে প্রতিদিন
কেমন করে মেটাবো তার অশেষ স্বপ্ন ঋণ ।
সেই বহতার শেষ মোহনায় আমার মৃত্যুধাম
বয়ে যাওয়া সেই নদীটি-রুবিনা তার নাম ।