বৃষ্টি হলো এক পৃথিবী ভিজলো পিঁজর চাল,
মেঘকন্যের অশ্রুধারা এটাই হলো কাল !
ভেসে গেলো বুকের বাড়ি, স্বপ্ন বহুদূর,
পথ হারিয়ে প্রেমের খেয়া তোলে বিষণ সুর ।
জীবন পরী অন্ধরাতে তারার পানে চায়,
একলা কাঁদে সুখ সমাধির ছন্দহীনা ছায় ।
ভাঙা আমার পিঁজর খাঁচা প্রেমের নিরুদ্দেশ,
নগ্ন বুকে পরশ বুলায় বৃষ্টি ভেজা কেশ ।
বৃষ্টি মেঘের প্রতিচ্ছবি বুকে চিরন্ময়,
স্বপ্ন এসে প্রশ্ন করে মেঘের পরিচয় ?
লিখতে থাকি স্বপ্ন তরে যায় রে কত মাস ,
অশেষ আমার লিখন গাঁথা হয় যে ইতিহাস ।
মেঘকন্যের নেত্র নদী, বইছে হাহাকার,
বৃষ্টি নিয়ে যায় হেঁটে যায় নিরব অন্ধকার ।