(১)
অঝোর বৃষ্টি
দালান বাড়ি চুপ !


কাঁদছে শুধু
খড়ের চালা ঘর
বক্ষে তার নহর ।


(২)
বাদল ভেজা
নিরব সূর্যিরানী-


দিগন মেঘে
রক্ত কাপড় ছাড়ে,
ডোবায় অন্ধকারে ।