নীলাকাশ ছুঁয়ে যায় বিষণ্ণ গাঙচিল ।
একদিন ভেবেছিল-হয়তো
দিগন্তের বিষণ্ণ মেঘেই
ডানা মেলে আঁধার ছুঁয়ে যাবে !
অক্ষুন্ন প্রয়াসে
যেমন আকাশ ছুঁয়েছে মাটির হৃদয়
সেভাবেই সে ছুঁয়েছে আকাশ ।
একটা অস্তিত্বের সাকার সূর্য
নশ্বর দেহটা ভালোবেসে যায় প্রতিদিন,
অনস্তিত্বের নিরাকার সূর্যিটা
জীবনকে ভালোবাসে
নিয়তির হাত ধরে ; তাইতো -
ডানার ভেতর আঁধার লুকিয়ে
প্রয়াস পাথারে মোহকে মিলিয়ে
বাসনার ঢেউ এ
ভেসে গেছে নিঃসঙ্গ গাঙচিল................


বন্ধু, স্বপ্ন থাক আমরণ
চেষ্টা থাক আজীবন
উদ্ভাসিত আলোয় আলোকিত হোক
জরাশ্লিষ্ট জীবন
হোক সরোজ সমাদৃত
না বলা মানুষের পৃথিবী ।
কারও বুক চিরে
গাঙচিল হতে যেও না কক্ষনো ।