আধো আলোছায়া দেয়ালার রাত
দুর অতীতের গান,
কাননা হাসিতে স্বপ্ন সাজির
মধুর এক অভিমান ।
সেই অভিমান হৃদয়ে আমার
সৃজন বাঁকের চিল,
বাঁধে খেলাঘর কাজল তারায়
সাঁতরে চোখের ঝিল ।
সেই ঝিলেতেই কান্নার তরী
আমি কষ্টের মাঝিভাই,
দেয়ালার সে রাতগুলো আজও
ভুলতে যে পারি নাই ।


writing date - (23/01/2007)