তাকিও না কাজল চোখে
কালো মেঘে বৃষ্টি ঝরে,
বাজিও না পায়ের নুপূর
অতৃপ্ত প্রেম নৃত্য করে কাঁচের ঘরে ।


মনে পড়ে এক -
কিশোর ছিলো ফুলের বনে
বেতের বাঁশি মধুর ক্ষণে
বাজিয়েছিল দ্বিপ্রহরে,
কিশোরী তখন বন্দি ঘরে
ভগ্ন হৃদয় উতল ঝড়ে ।


মনে পড়ে সেই -
কিশোর হলো দখিনা পবন
ছুঁয়ে গেলো তার বন্দি ভুবন
নিরব এক অভিসারে,
কিশোরী প্রেমে নাইল নহরে
আবেগের গান সুখী অন্তরে ।


মনে পড়ে সেই -
কিশোরী একদা গেল পরবাস
সব ভুলে সুখে গড়ল নিবাস
দুরের পাষান পুরে,
কিশোর একাকি রইল যে পড়ে
প্রেম প্রতীক এক কষ্টের তরে ।


অতীতের সেই -
অভাগা কিশোর হলাম যে আমি
এই পৃথিবীর সবচে অদামী
ক্লান্ত মৃত্যু ঘরে,
আমি ফিরব শুধু তোমারই তরে
এই পৃথিবীর বুকে হাজার জনম ভরে ।


-(08/04/2009)