সেই নীলকন্ঠের খোঁজ কেউ
রাখে না এখন
যে সহস্র প্রাণ আগলে রেখে
যন্ত্রণার ছন্দহীন তরলকে
আকন্ঠ পান করেছিল একদিন !
আজ সেগুনের বড়ো পাতাটির নীচে
একাকি মৃত্যুর মালা গাঁথে
অনেক জীবনের বুকে কুড়িয়ে পাওয়া
মৃত্যু,
এখন সহস্র জোড়া ঝিনুক চোখের
ব্যস্ততা
তার চোখে মুক্তো ঝরায়
অনেক সাগরের বুকে কুড়িয়ে পাওয়া
মুক্তো ।
উত্তাল জনসমুদ্রের তরঙ্গ ভেঙে
অজান্তেই গুটিয়ে নিয়েছে সাধ্যমতো ।
আজ কেউ রাখে না তার খোঁজ,
স্বার্থান্বেষী জীবনগুলোর ব্যস্ততার ভিড়ে
হারিয়ে যায় নিঃস্বার্থ নীলকন্ঠের গান ।