অনুরাধা !
তোমার আঁচলের ভাঁজে দেখি হলুদ সর্ষে
ক্ষেত,
খোলা চুলে বৃষ্টি মেঘ ।
তোমার বক্ষ পিরামিডের অতলে
হয়তো আজ ঘুমিয়ে আছে কোনো খলিফা
কিংবা দুটি পাহাড়ের ভাঁজে ফোটা
ভোরের রক্তজবা :
আতপিত রৌদ্রে নাইছে কোনো এক শান্ত
যুবক ।
ঠোঁটের দেহে তোমার
নাম না জানা কোনো এক হলুদ পাখির
বিমূর্ত প্রেম,
মরুদ্যানের খেয়ালি শান্তির খোঁজে
আজ অধিকার করেছে কেউ
তোমার পাশে পড়ে থাকা আমিহীন
অস্তিত্বের শূন্যস্থান !
অভ্রান্ত মাপে
চাঁদ কেটে আনা চোখের ভিতর
গোলাকার পবিত্র কলঙ্কের বুকে আজ
আমি নেই !
তুমি সমোহ দুরত্বে থাকা
আজ কোনো অতৃপ্ত যুবকের স্বপ্নবিদ্ধ
রাতের পরী ।
তবুও তোমার অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে
সাজিয়েছি আমি রাতের আকাশ : ছেঁড়া
পাতার কাব্য ।