প্রাচীন বটের ডালে
নব্য রাজনীতির লিখন ।
সব বুদ্ধিজীবির নেতার দল
জোঁকের মতো রক্ত চায়
না বলা মানুষের শীর্ণ হাঁড় পাঁজর চিরে !
বিমূর্ত অমানবিক অত্যাচার যেন
সূর্যির মতো,
অনেক মেঘ এনে দেয় চোখের কিনারে
তাই তো অশ্রু ঝরে ।
রক্তিম চোখের মিছিলে পথ হারায়
আকাশচুম্বী হুংকার ।
বাঁশের মতো দীর্ঘ সব প্রতিশ্রুতিগুলো
ঝুঁকে পড়ে মাটির টানে ।
নির্মোহ সময়
তাদের মিথ্যে আশ্বাস গ্রাস করে
সত্যের সৌরভ ছড়িয়ে দেয় একদিন ।
না বলা মানুষগুলো
তবুও দাঁড়িয়ে থাকে পথের ধারে
হয়তো নতুন কোনো প্রতিশ্রুতির
শিকার হতে !
তারা দাঁড়িয়েই থাকে...................



***(কাল আসরে আমার ১০০০ তম
কবিতা প্রকাশ হবে । পড়ার আগাম
আমন্ত্রণ রইল)***