আকাশ যদি রৌদ্র নিয়ে আসে
হয় বা যদি মেঘের অভিমান,
বৃষ্টি তখন প্রেমের অভিসারে
শুনিয়ে যাবে মনখারাপের গান।


একলা ঘরে ঘুম না আসে যদি
নিঃসঙ্গতায় ঝরবে চোখের জল,
মাথার বালিশ বলেই যাবে ডেকে
কেউ না এলে একলা হেঁটে চল।


শূন্য দিয়ে জীবনটা হয় শুরু
শূন্য দিয়েই এই জীবনের শেষ!
বৃথা তর্কে, বৃথাই অহংকারে
জমবে শুধু মনখারাপের রেশ।


জীবন পথে হতেই হবে একা
লোভ প্রতিশোধ সবই মূল্যহীন,
সর্বনাশের বৃষ্টি নেমে এলে
ভিজতে হবে একলা প্রতিদিন!