ও মেয়ে তুমি কাঁদো কেন? কি বিরহ তোমার মনে?
কষ্ট কি দেয় আপনজনে?
এমন করে কাঁদছো যেন একলা তুমি ঘরের কোনে!


ও মেয়ে চুল খোলা কেন? ফিতে কি নেই সাজার ঘরে?
না কি ফিতে গেছে ছিঁড়ে?
এলোচুলে লাগছে যেন যাচ্ছো তুমি অভিসারে!


ও মেয়ে তুমি জেগে কেন - চেয়ে দুরে চাঁদের পানে?
ভাসছ কি আজ অভিমানে?
অশ্রু সজল চোখে যেন ভেঙেছে বান অথই বানে!


ও মেয়ে একা যাচ্ছো কেন? অলিগলির নির্জনেতে -
কুত্তারা ওঁত আছে পেতে;
ভুলটি করেও যাও না যেন - দাও না সুযোগ ছিঁড়ে খেতে।