মেঘগুলো আজ বড্ড এলোমেলো
বৃষ্টিদেরও মনটা বড় ভারী!
পাখিটা সেই কবেই গেছে উড়ে
হাজার ডাকেও ফিরবে না আর বাড়ি।


পাখিটা আজ অন্য আকাশ বাঁধে
এই তো সেদিন বড্ড একা ছিলো,
লজ্জাতে যে মুখ লুকাতো বুকে
হঠাৎ ভালো বাসতে শিখে গেলো।


পাখিটা আজ অন্য ঘরে থাকে
যে ঘরে নেই স্মৃতির আনাগোনা,
অশ্রু শুধু থাকুক আমার চোখে
কাঁদুক পাখি - কক্ষনো বলবো না।


যে শেখালো ভালোবাসার মানে
সেই তো এখন কাঁদছে প্রতি রাতে,
এক পৃথিবী আঁধার করে পাখি
হাত রাখে আজ অন্য কারো হাতে।