গল্পটা আজ শেষ করে দিও তুমি
আমার 'আমি'টা কাঁদছে একলা ঘরে,
অক্ষর কথা জড়িয়ে রাতের কাঁথা
গুম হয়ে গেছে মন খারাপের ঝড়ে।


গল্পটা আজ এমনই হয়তো হবে
কুয়াশা কুয়াশা সমাধির শেষ নদী,
শেষের বুকেতে অনুশোচনার ব্যথা -
একবার হায় ফিরে আসতাম যদি!


গল্পটা আজ গোপনের দুটি পথে
তৃতীয়টা কেউ হয়তো আমারই মতো,
অনাদরে থাকা রাতের কান্নাগুলো
কিছুটা গল্প, কিছুটা ব্যক্তিগত।