রান্নাঘরের চালে আমার
তিনটে চড়ুই পাখি
রোজ বিকেলে আসে না আর
করতে ডাকাডাকি।


কোন শহরে মন বেঁধে আজ
উড়াল দিলো দূরে
মুখের হাসি ক্লান্ত আমার
বৃথাই ঘুরে ঘুরে।


ঘর ভুলেছে নুপূর মেয়ে
সন্ধ্যে নামার পথে
ছেলেবেলাও হারিয়ে গেছে
ভিন্ন মতামতে।


রাতের আদর সান্ত্বনা দেয়
মন দুয়ারের খিলে
সেই আদরই কাব্য খোঁজে
রঙীন মোবাইলে।


একটা মেসেজ কান্না আঁকে
নিঃসঙ্গতার ম্যাপে
মনখারাপের গল্প শোনায়
নষ্ট হোয়াটস অ্যাপে।


গল্পঘরের ঘোমটা মেয়ে
আসে না রোজ রাতে
ছেলেবেলাও হারিয়ে গেছে
তার নাকেরই নথে।


ক্লান্ত দু'চোখ জেগেই থাকে
ঘুমায় যখন পাড়া
নিঝুম রাতের গান গেয়ে যায়
সাহসী একতারা।


একটা জোনাই জ্বলে নেভে
রাত মশারির ছাদে
ঘুমগুলো সব নিয়েই গেছে
জোছনা ভরা চাঁদে।


চাঁদের দেশের আঁচলা মেয়ে
যায় না ছোঁয়া হাতে
ছেলেবেলাও হারিয়ে গেছে
তারই আঁচলটাতে।