মাটি জানে শেকড়টা গেছে কতদূর
নদী ঠিক মেপে নেয় নৌকার ভার,
সময়ও জানে ঠিক পৃথিবীর বুকে
বারবার আসে কেন আলো বা আঁধার।


পাহাড়টা বুকে বাঁধে ঝরণার প্রেম
আকাশের বুকে লেখা মেঘেদের নাম,
মরুভূমি বোঝে ঠিক ধূ ধূ করা বুকে
ঝরে পড়া এক ফোঁটা বৃষ্টির দাম।


কান্নার পাশে কতো সুখেদের মেলা
গোপনের ব্যথাগুলো বড্ড নিঝুম,
হাসিদের ঘরে কতো পড়ে হৈ চৈ
বহতা নদীর বুকে নেই কোনো ঘুম।