প্রেম বলে কিছু নেই
নেই বলেই- আবেগের স্রোতে ভেসে চলে সংসার
উপকূল ছুয়ে সমুদ্র ফিরে যায় বারবার...
নেই বলেই -
কচি নিমপাতার মতো গজিয়ে উঠে বৃদ্ধাশ্রম!


সিঁদুর খেলায় শ্রদ্ধার স্মরণিকা লেখা হলেই
সসম্মানে পূর্ণিমার চাঁদ প্রেগনেন্সির গল্প শোনায়।
বেহুলাহীন ভেলাটা বুকে নিয়ে
অভিশপ্ত হয়ে যায় গাঙুরের জল।
তাই প্রেম বলে কিছু নেই
নেই বলেই- জীবন নামের প্রকাশনীতে স্থান পায় না
নির্বাচিত সংসারের কোন সংকলন!