দিনের শেষে সন্ধ্যে নেমে এলে 
বুকটা যখন কাঁদতো ভীষন জ্বরে,
তুমি তখন ব্যস্ত হতে রোজই
গল্পটা আর বলবো কেমন করে!


আর বলি না। সব প্রয়োজন শেষে
ভেবেইছিলে জীবনটা চলবে না!
আর ভেবো না, কথার মানুষ এসে
গল্পকথাও কক্ষনো বলবে না।


সেই যে কবে খবর নিরুদ্দেশী!
চোখ ভিজিয়ে নাই বা এলে কাছে।
সাগর মাঝে ছোট্ট কোনো দ্বীপে
ফুল ফুটেছে সবুজ গাছে গাছে।


গাছের ছায়া, ফুলের হাসি দেখে
এখন আমার ভীষণ ভালো থাকা।
জীবন হোক বা শূন্য কলসি বাটি  
আজীবন ভর কিছুই থাকে না ফাঁকা।