কবিগুরু তুমি, তোমার চরণে
শ্রদ্ধাতে হই নত,
তোমার শিয়রে রেখে যাই, বুকে
ভালোবাসা আছে যতো।


ভালো আছো তুমি সৃষ্টির বুকে
গল্প কাব্য জুড়ে,
ভারতবর্ষও ভালো আছে আজ
রবীন্দ্র রোদ্দুরে।


গীতাঞ্জলির ভালোবাসা আজও
অমর সৃষ্টি গাঁথা,
ক'জন বুঝেছে লেখার আড়ালে
মহামানবের ব্যথা!


তোমার ছোঁয়াতে সাহিত্য পাড়া
রোদের গন্ধ মাখে,
আকাশও যেন মেঘের তুলিতে
রবীন্দ্রনাথ আঁকে।