রবীন্দ্রনাথ- একলা থাকা ঘর
রবীন্দ্রনাথ- নির্জনতা যতো,
রাত দুপুরে অবাধ্য প্রেমগুলো
বুকের ভেতর বাঁধছি ইচ্ছে মতো।


রবীন্দ্রনাথ- আমার বেঁচে থাকা
রবীন্দ্রনাথ- ছন্দ কথার গানে,
নিঝুম ঘরে দেয় না কভু আড়ি
সেও তো বোঝে একলা থাকার মানে।


রবীন্দ্রনাথ- এক পৃথিবীর আলো
রবীন্দ্রনাথ- রোদের মতো হাসে,
লেখার কলম মরলে অনাহারে
পথ খুঁজে দেয় হলুদ মরা ঘাসে।


রবীন্দ্রনাথ- অনেক লেখা বাকি
রবীন্দ্রনাথ- বড্ড অগোছালো,
তাকিয়ে দেখি সন্ধ্যে নেমে এলে
তোমার মতো কেউ বাসেনি ভালো।