এখন আমি সন্ধ্যেবেলার মেঘে
ঝাপসা আলো ভীষন ফিকে ফিকে,
একটা আমি উড়িয়ে দেওয়া ধূলো
আটকে গেছি তোমার লিপিস্টিকে।


এখন তুমি অন্য পাড়ায় থাকো
খুব গোপনে তোমার খবর রাখি,
এখনো সেই স্কুলের দিনের মতো
একলা একা লাস্ট বেঞ্চেই থাকি।


এখন আমি ইতিহাসের পাতা
বন্দি থাকি শব্দ কথার ঘরে,
মেঘঢাকা ওই তোমার চোখের তারা
হাত ঘড়িটাও বড্ড মনে পড়ে।


এখন তুমি অন্য ঠিকানাতে
আঁকছো নদী ভীষন অভিমানে,
একটা আমি না রাখা রূপ কথা,
হারিয়ে গেছি রাতের মুঠোফোনে।