বৃষ্টিফোঁটা লিখছে মেঘের চিঠি
জল থই থই বর্ণমালার প্রেমে।
অগোছালো পথের গল্পগুলো
তোমার কাছেই হঠাৎ গেছে থেমে।


থামছে দেখো অভাবগুলো সবই
ঘুম বিছানায় ঘুমিয়ে গেছে ক্ষত।
মাঝেমাঝে এখনও হয় মনে
তুমি না পড়া সব অধ্যায়েরই মতো।


পড়বো বলেই হৃদপিন্ডের পাশে
পালকি পালকি তোমায় তুলে রাখি।
যোগ-বিয়োগে হিসেব দেখি খুলে
ঠিক নগদ ছাড়াও কতটা ধার-বাকি।


ভুল যদি হয়, মিলিয়ে দিও তুমি
প্রেমিক হৃদয় অঙ্কেতে ভুল করে।
জ্যোৎস্না থাক বা ঝরুক বৃষ্টিফোঁটা
তবু "এখানে মেঘ গাভীর মতো চরে"।