রেখেছিলাম বুকের খাঁচায় ছোট্ট সাধের পাখি
খাঁচা ভেঙে শেষ বিকেলে দিয়ে গেল ফাঁকি।
উড়ে গেল দূর আকাশে দেখল না আর ফিরে
স্মৃতির ঘুড়ি উড়ছে এখন ব্যথার আকাশ জুড়ে।
সকাল সন্ধ্যে দু'চোখে তার ঝরত সোহাগ পানি
কোথায় গেলি? আয় রে ফিরে আয় রে অভিমানী।
আজকে দেখি সেই মেয়েটা অন্য বুকে হাসে
খুঁজলে এখন পাই না তারে, স্বপ্নে শুধু আসে।
ভুল মানুষের ভালোবাসায় দিলি অনেক ব্যথা
চোখের জলে বুনছি এখন দুখের নক্সী কাঁথা।
ফিরে এলে দেখবি মেয়ে হারিয়ে গেছি দূরে
ঘুমিয়ে আছি তোর পাশেতে স্মৃতির কাঁথা মুড়ে।