তারাদের ঝিকিমিকি, জোছনার হাসি
নোনা জলে ভিজে যায় দু'চোখের পাতা।
জোনাকির সংলাপে রাত বেড়ে চলে
শিশিরের পথ বেয়ে আসে রূপকথা।


ফিরে আসে কান্নারা, কুয়াশার মতো
রাত্রির ক্যানভাসে স্মৃতি - রং তুলি।
চুপি চুপি কথা বলে নিরবতাগুলো
সেই কবে ছিঁড়ে গেছে ঠাকুমার ঝুলি।


ছিঁড়ে গেছে পাতা সব, শূন্যতা শুধু
শৈশব বলে গেছে- তোর সাথে আড়ি।
যতই বলুন না সে, যাক যতদূরে
কখনো কি দূরে গেলে হয় ছাড়াছাড়ি।