শিক্ষার কোনো শেষ নেই এ জীবনে
অনন্ত এক আকাশের মতো ওই,
সময় প্রকৃতি শিক্ষক হয়ে থাকে
পরিস্থিতিটা শিক্ষার খোলা বই।


জন্মের পরই মা বলে ডাকি যারে
সেই তো প্রথম শিক্ষার দুটি হাত,
তারই আঁচলে অক্ষর কথামালা
মুখের হাসিতে আলোর সুপ্রভাত।


তারপর আসে স্কুল কলেজের বেলা
হই হুল্লোড়, ক্লাসরুম কলতান,
কত ব্যাকরণ, কম্পাস পরিমিতি
অজানা কত যে গনিতের সমাধান।


শ্রদ্ধা জানাই শিক্ষকদের প্রতি
জেগে থাক প্রেম আমৃত্যু প্রতিক্ষন,
ডঃ সর্বপল্লী, ওনার জন্মদিনে
ওনার স্মরণই দিবসের আয়োজন।