টুম্পা কবেই ব্রিগেড চলে গেছে
আর ডেকো না - ও টুম্পা সোনা,
হাম্পি দুটো বুক পকেটেই রাখো
কষ্ট তাদের কক্ষনো বুঝবে না!


টুম্পা মানে সংসারেরই আলো
কিংবা দেখো কারো চোখের মণি,
হঠাত্ করে ভিজলে চোখের পাতা
মুখ লুকিয়ে বড্ড অভিমানী।


আমার টুম্পা আঁচল পেতে কত
ভালোবাসায় আকাশ বেঁধে রাখে,
প্রতিটি মাস পিরিয়ডের ব্যথায়
বালিশ চেপে একলা শুয়ে থাকে।


টুম্পা আছে সবার ঘরে ঘরে
তারাও জানে বাসতে ভীষন ভালো,
গুছিয়ে নিয়ে, সম্মানেতে রেখো
হতেই পারে একটু অগোছালো!