সুখের চাদর কিনে,
মুছে ফেলি অশ্রুর দাগ।
সবুজ পাতায় খুঁজি-
একফালি জোছনার ঘ্রাণ।
তবু সবকিছু শেষে,
হাত পাতি বেদনার কাছে।
হে বেদনা,
তুমি অনাকাঙ্খিত হয়েও
জন্ম দিয়েছ  একটি অব্যক্ত প্রেম
রক্ত মাংসের কণ্ঠে পরিয়েছ
একটি কাষ্ঠ শিকল।
আমি ভেবেছিলাম ফলাবো সুখের ফসল
আমার এই হৃদয় জমিন জুড়ে
সেখানে কেন তুমি ডেকে আনো
হিম ঋতু কাল।
হে বেদনা,
তুমি কি ছিন্ন করতে পারোনা
এই  অন্যায্য চুক্তি পত্র।
দিতে পারো না আশ্রম সুখ?
তুমি কি বোঝো না
আমিও পেরিয়ে যেতে চাই এই ছায়া মায়া নদী।
পেতে চাই একটি ব্রহ্মচর্য কাল।