নেই অবকাশ তবু মনে হয়
মনের প্রথম পাতা শুধু নয়
যেন আছে পুরো খাতা জুড়ে


সাদাকালো মেঘ দিয়ে ঘেরা
পুরোনো সে বাউলের ডেরা
নাগরিক জীবনের থেকে বহুদূরে


কারো মনে হয় সে তো কেউ নয়
আমার দুচোখ  তবু চেয়ে রয়
খুঁজে চলে  আজ সেই বসন্ত আর চায় শুধু আঘ্রানের ঘ্রাণ

কোথায় আমার প্রাণের কথকতা
ফাগুন মাখা রঙীন রূপকথা
চোখে আমার এ কোন নেশা ডাকছে আমায় ভাটিয়ালির গান


আসলে সেসব থেকে অনেক দূরে
অবসাদে ঢাকা এ জীবন জুড়ে
কার মনে আর পলাশের রঙে  ভাষার প্রদীপ জ্বলে


কার কি যায় বা আসে তাতে
যদি বৃষ্টিভেজা সন্ধ্যারাতে
বাংলাভাষা একলা পথে নিজেকে খুঁজে চলে