ইচ্ছে করে মেঘের দেশে যাই
মেঘের সাথে খেলি ।
হায়! মেঘ কে কোথা পাই?
সকাল থেকে আকাশ জুড়ে
রোদের ঝিলিমিলি ।


দৃপ্ত রোদের তপ্ত ছটায়,
মেঘেরা  সব পথ ভুলে
গাছ গুলো সব ঝিমিয়ে থাকে -
মরা নদীর দুই কূলে ।।
মেঘের সাথে খেলব বলে
রোদের উপর  রাগ আসে।
দেশান্তরী পাখির মতন-
দূর  আকাশে মন ভাসে ।।


এমনি করে জীবন কাটে ,
বৃষ্টিবিহীন দিনেরাতে
কল্পনারা  বাষ্প হয়ে
লুকিয়ে আছে মেঘের সাথে ।।
কালো মেঘের বাঁধন খুলে
এই পড়বে বুঝি ঝরে।
চাতকসম দিন গুনে যাই
একলা বসে ঘরে ।।


মেঘবিকেলে  আচম্বিতে,
জড়িয়ে মাথায় জরীর ফিতে
কাল বৈশাখীর ছদ্মবেশে ,
মেঘ নেমেছে নীচে ।।
খেলব বলে নদীর সাথে,
ভিজবে রেখা আমার হাতের
দলছুট সব বৃষ্টি ছোটে,
আমার পিছেপিছে ।।