সোনালী রোদ্দুর গেছে চলে লাগে শুধূ শূন্যতার আঁচ,
ভুল করে বৃষ্টিজল ঝরে ঘষা লাগে হৃদয়ের কাঁচ |
আমি তাই খুঁজে চলি  সীমাহীন মরুপ্রান্তর ,
সাদাবালি আটকাবে পথ পিছু ডাকে নিষ্প্রান প্রস্তর|
যখন রাতের তারা ছুটে যেতে চায় জোনাকির মত ,
আগামী এসে ধরতে চায় হাত ঢাকতে চায় হারানো বিগত |
এতদিন জমে ছিল জল  আজ শুধূ নীল কেরোসিন
দ্রোহকাল শুরু হোক আজ  জ্বলে যাক সব অন্ধ -প্রাচীন |
তবুও তো পোড়া ছাইয়ে রেখে যায় জীবন তার অস্তিত্বের ছাপ,
ভেজা কাঠে জ্বলেনা আগুন জমে দীর্ঘশ্বাস আর স্থিত অভিশাপ |
পারো যদি আগুন নিয়ে আসো জ্বালাও আমাকে এই শীতল মহাকাশে ,
বৃষ্টিজলে মেটেনা পিপাসা তাই সবাই আগুন ভালবাসে |