ও দাদা,
একটু শুনবেন ?
সকাল থেকে ঘুরে ঘুরে হন্য
গলি থেকে রাজপথ
পড়ছি বই পড়ছি পেপার ,ম্যাগাজিন
তবুও পেলামনা জানেন
পেলামনা একটা চাকরী
তন্ন তন্ন করে খুজলাম দাদা
কোথায় পাই বলুন তো ?
আমার চাকরিটা যে কোথায় গেল?
কি জানি সে থাকলে কিরকম হত দুনিয়াটা ?
দাদা,
এখন ওরা বলছে আমার আর চাকরিটা পাওয়া হবেনা
বয়সটা অনেক বেশি হয়ে গেছে
কিন্তু বয়সটা আমার তো একদিন কম ছিল
তখনও তো কিছু হয়নি
সেদিন সব দরজায় ঝুলছিল তালা
সেদিন তো সবাই বলল হতে হবে postgraduate
আমার ফার্স্ট ক্লাস আছে দাদা
শুনতে পাচ্ছেন ?
আমি কি এভাবেই কড়া নেড়ে যাব আপনাদের দরজায়?
শুনেছি পার্টি-পলিটিক্স করলে কিছু লাইন হতে পারে
সব লাইন ধরেও তো আমাকে বেলাইন করে দিলেন আপনারা
জানেন ?কঠিন অসুখে ভুগছে আমার বাড়িটা
ফাঁসিকাঠে ঝুলন্ত সব প্রাণ
হাসপাতালের রাস্তা অনেক ঘোরালো
তাই সবাইকে নিয়ে স্মশানে বাঁধব ঘর
যাই হোক,আপনাদের বলে লাভ কি
জানি দাদারা আপনাদের সময় বড়ই কম
এসব গুজবে বাড়াবেন না নিজেদের কান
তবু আমিও খুঁজে দেখছি এদিক ওদিক সেদিক
যদি পাওয়া যায় তাকে
পেলে প্রাণিপাত করে দেব
ও দাদারা  আপনারাও  একটু দেখুন না একবার
আমার চাকরিটা
যদি খুঁজে পান