নক্ষত্রেরা সব লুকিয়েছে চাদরের ভাঁজে  ,ফুরিয়েছে রাত ,আবার এসেছে সকাল
তুমি এলে আমার সামনে রঙিন হয়ে,তোমার চোখের কোণে সূর্যের লাল  
আজ তুমি বড়ই অচেনা,দুরুদুরু বুকে জানতে চাইলাম ,কি হয়েছে তোমার ?
তুমি বললে ভুল হয়েছে সব ,চারিদিকে জমেছে শুধু ভুলের পাহাড়
সব ভুল ভুলতে হবে তোমায় ,গাছেরাও যেভাবে ভুলে  নিজের  কাটা যাওয়া ডাল
ভিজে চোখে বড়ই অনীহা তোমার ,হাতে  তাই দিয়ে গেছ শুকনো রুমাল
ফসল কাটা গেলে মাটিও ব্যথা পায় ,তুমিও কেটেছ আমায় দিয়েছ যে বাদ
রক্তের লালরঙে  জমেছে মরচের দাগ,হারিয়েছে লবনের স্বাদ
তারপরে এসেছে কত দিন আর দুপুর ,ভেসেছে নক্ষত্রেরা, এসেছে কত  রাত
জানালার কাঁচে জমে থাকা ধূলোরা ভিজেছে, মনখারাপের মেঘরা ধরে বাতাসের হাত
ওরাও ঝরেছে কতবার বৃষ্টি হয়ে,আমার শহরে নেমেছে রঙ্গীন অন্ধকার
বৃষ্টি আসে ফিরে যায় বারেবারে ,শুধু  তার আঘাত লাগে যেন আরো ক্ষুরধার
তোমার পালে লেগেছে দমকা  হাওয়া ,তাই কত দুরে গেছ তুমি সরে
ভুল করে তোমাকেই খুজি ,পথ থেকে আরেক পথান্তরে