আকাশ জুড়ে শুধুই আজ
সপ্ত রঙের হাঁসি,
আপন সুরে প্রেম বিভোরে
কেউ বাজায় যেন বাঁশি...


ফাগুন রঙে পলাশ,শিমুল
পাপড়ি মেলে চায়,
বসন্ত সুধা লাগলো পালে
আজই কৃষ্ণচুড়ার গায়....


সবাই বুঝি রঙের স্রোতে
ভাসিয়ে দিল গা,
ফাগুন লাগেনি যাদের হৃদে
তাদের ও আজ রঙ মাখিয়ে যা..


ঋতুরাজের পরশ মেখে,
আজ সবাই রেঙ্গে উঠুক
রঙ্গিন ভুবনে রঙের খেলা
সবার ভালো কাটুক.....