আকাশের নীল ক্যানভাস -
অস্ত রবির রাঙায় আজও ফিকে হয়েছে,,,,,,,
তবু অপেক্ষায় তোমার ।
দিগন্ত রেখায় বলাকার  -
মহুয়া শিন্জনে চপলতায় নীড়ে ফেরা,,,,,,,,
এখনও আছি অপেক্ষায় ।
ঝোলানো আস্তিনের -
পুর্ণেন্দু-মহাদেব পুরোটা গোগ্রাসে গিলেছি,,,,,
শোনাবার অপেক্ষায় -
ইন্দু নীল জোছনায় -
তোমার সহস্র বছর আমাতে মিশে যাবার,,,,,,
অপেক্ষায় আমি ।
দু'জোড়া ঠোঁটের -
উষ্ণ আদরে শুধু কিছু দীর্ঘশ্বাস, আর -
ডানা মেলার অপেক্ষায় ।


অপেক্ষায় আমি -  
নিরন্তর অপেক্ষায়,,,,,,,,,,,