ওপরে ঝকঝকে অবারিত  নীল আকাশ,
অথচ ধরার আনাচে কানাচে ছড়িয়ে কাটা তার,
প্রকৃতি, তুমি যদি ভালোবাসাই শেখাও,
তবে কেন, মিছে তাকে বন্দী করেছ ?


চাপা আর্তনাদ আর ভাঙা বুকের এক অদৃশ্য রক্তক্ষরণে -
শৃঙ্খলিত ভালবাসা আজ অসহায় বৃদ্ধার মতো গুমরে উঠছে,
কাটাতারের ফাক গলে বেরিয়ে আসা শীর্ণ হাত-
শুধু চায় একমুঠো ভাত,
আর এপারে হিংস্র হায়েনার জ্বলজ্বলে চোখ বন্দুকের নলের মতো খোজে ছোট্ট ঐ বুক-
যেখানে ওরা বুলেট নামের এক বীজ রোপণ করবে,
সেখানে জন্ম নেবে ভালবাসার এক একটি বিষবৃক্ষ।


বিষাক্ত বাতাসে ভারী হয়ে ওঠা এ সবুজ গ্রহ- আমি,
আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই,
বুকের ওপরে আমার এ কৃষ্ণ-কায়ক্লিষ্ট সন্তানদের -
লাশের বোঝা আমি আর বইতে পারব না।


আমার বুকের ভেতরের নুড়ি-পাথর  যেন-
আজ ওদের নোনা রক্তে রন্জিত।
জমে থাকা ক্ষোভ-দুঃখের এই ঘুমন্ত অগ্নিগিরি
লন্ডভন্ড করবে তোমাদের -
আর মিছেমিছি  সাজানো বাগানের  ভন্ড মালীদের-
এ তোমাদের এক টুকরো মৃত্তিকা বিলাস,
যেখানে এখন জন্মায় বিবর্ণ কন্টকাকীর্ণ হলুদ ফুল ।।।