বৃষ্টির বাসনায় মেঘেরাও বিবাগী হয় কোনো কোনো দিন  
স্থিতধী কাঁটার কাছে আজীবন থেকে যায় সময়ের ঋণ।।
বুকভরা নোনা জল নিয়ে কত মেঘ ভেসে থাকে বেমানান সাজে।
মুগ্ধতা বিলিয়ে দেয় সরল মিছিলে, নিস্ফলা অরণ্যের মাঝে।।
তবু ভিজে যায় জামার আস্তিন, পাহাড় জুড়ে নেমে আসে বিস্তৃত শোক।
উড়ে আসে বিষ,মায়া,বালি, তীব্রতায় ঢেকে যায় ছায়া দের চোখ।।
চোখের তারায় আঁকা জলকথার গান, কৃষ্ণমেঘ শিশিরে যার সুর লেগে আছে।
এক বিন্দু নোনাজল পেতে বারবার জন্ম নেবো আমি,ফিরে যাবো জরায়ুর কাছে।।