শহরে নগরে হারাতে চায়নি ওরা
মৃর্ত্যু মানে বীরের মৃর্ত্যু  জানে,
সেনাদলে তাই দিয়েছে যে যোগ ,
যুদ্ধে যে নামে শহীদ হবার  টানে |
বাকি সবাই যখন জীবন যুদ্ধে ক্লান্ত ,
তাও এদিক ওদিক কিসের নেশায় ছোটে ?
ওদের জীবনে আসেনা কখনো ক্লান্তি ,
ওরাই আজ লড়ছে  পাঠানকোটে |
নিঝুম রাত্রে যখন  ঘুমিয়ে সবাই ,
তখন আকাশে সূর্য ওঠেনি জ্বলে,
সন্ত্রাসবাদী পরেছে মুখোশ,
আঘাত হেনেছে ছলে, বলে কৌশলে |
কত না রক্ত পড়েছে অঝোরে ,
বয়ে গেছে যত বেলা,
ওরা শিয়রে মরণ করেছে বরণ,
এ যে  দেশ রক্ষার পালা |
হাসি মুখে ওরা দিয়েছে যে প্রাণ,
আজ  স্বদেশ ওদের  ডাকে,
শহীদ হবার ভাগ্য ওঁদের ছিল ,
সে ভাগ্য কি সবার কপালে থাকে?
শত্রু হয়েছে পরাজিত আজ ,
আর ভোরের পাখিরা উঠেছে জেগে,
ওরা আজ হারালো কোথায়,
শুধু  নিস্প্রান দেহে দেশের মাটি যে রয়েছে লেগে |
আমরা কখনো এসব কি ভেবেছি দেখে  
,বন্দী সবাই যে যাঁর নিজের জালে,
দেশ মা আজ লুকিয়ে লুকিয়ে কাঁদে ,
বীর পুত্রের শেষ বিদায়ের কালে |
হাওয়া ছুটে এসে ছুঁয়ে  যায়  বার বার,
তিরঙ্গা আজ ওদের রয়েছে জড়িয়ে ধরে,
মৃর্ত্যুন্জয়ী  হয়ে গেছে ওরা আজ,
তাই গর্বে সবার যাক আজ  বুক ভরে |
আমরা সবাই কিসের জন্য বাঁচি ,
জীবন মানে কি শুধু চাওয়া আর পাওয়া ?
মরণের মাঝেও আছে যে সার্থকতা,
সব মৃত্যু যে নয় শুধু থেমে যাওয়া |
মনের গভীরে এই আঁধার ঘুচবে কবে ,
জ্ঞানের প্রদীপ উঠবে কখন  জ্বলে ?
এখন সময় এসেছে একথা বোঝার ,
রক্তের দাম মেটেনা চোখের জলে |