অনেক  আশায়  বুক  বাঁধে   মা  রোজ  দাঁড়ায়   দরজা  খুলে
কখন  যে  তার  আসবে  ছেলে   ফিরবে  মা  এর  কোলে


শেষে  একদিন  খবর  এলো  ভাঙ্গলো  মা এর সুখের  ঘর
ছেলে  যে  তার  আসবেনা  আর  ঘুমিয়ে  আছে  চিরতর


আর  সাথে  একটা  ছোট   চিঠি  তার  ছেলের  হাতে  লেখা
এই  জনমে   হবেনা  আর   মা  এর  সাথে  দেখা


লিখেছে  সে  অনেক  কথা  অনেক যত্ন  করে
মা  বলে  সে  ডাকবে  কবে  ফিরবে  নিজের  ঘরে


মাগো  আমি  কথা  দিলাম  এসব  আবার  চলে
সেই  মেঠোপথ  ধরে  আবার  ফিরব  যে  তোর্  কোলে


যুদ্ধক্ষেত্রে একদিন   গুলি  লাগলো  যে তার  বুকে
ঘরে  ফেরা  হলনা  আর  পেলনা  তার  মা  কে


যাওয়ার   সময়  মনে  মনে  অনেক  কথা  বলে
সময়  যে  আজ   ফুরিয়েছে তাই  যেতেই  হবে  চলে


মা ,এখন  আমি  চললাম   কোন  সে  ঘুমের দেশে
তোর্  ছেলে  মা  শহীদ  হলো  দেশ  কে  ভালোবেসে


তোর্  কোলে  মা  জন্মেছিলাম  সাঁঝের  আলো  হয়ে
লালনপালন  করলি  আমায়  অনেক  কষ্ট  সয়ে


ছোটবেলায়  স্বপ্ন  ছিল  বীর  যোদ্ধার  সাজে
বড় হয়ে   নামব  আমি  দেশ  রক্ষার  কাজে


মাগো তোর্  দুচোখ  ভাসবে জানি  হারাবে তোর্  হাসি
সার্থক   মানব  জনম  আমার  এবার  তবে  আসি


বীরের  মৃর্ত্যু  পেলাম  যে   তাই  যাচ্ছি  অনেক  সুখে
বারে  বারে  ফিরব  আমি  সব  মায়েদের  বুকে