আজকে সকালে সূর্যের রং লাল
আর মনের  ভেতরে লোহিত কনিকা হয়ে উঠেছে আরো উষ্ণ ফুটন্ত উত্থিত সাদা দুধ এর মতো
মনের দরজায় কড়া নাড়ে আদিমতা আর  বর্বরতা
এই এক অশ্লীল খিদে
আত্মঘাতী জঘন্য নেশা গ্রাস করে আমাকে
নদী থেকে সমস্ত জল শুষে নিতে চাই
ছিনিয়ে নিতে  চাই ফুল এর গন্ধটা কে


এই মন মাটির মূর্তি তে সোহাগ এর গন্ধ খোজে
বোবা পাথরের ঠোকাঠুকি তে আগুন জ্বালাতে চায়
শুকনো বালির তলায় লুকিয়ে আছে জল
সুধু পিপাসা মেটানোর খেলা
এই শরীর পূর্নিমা রাতের সৌন্দর্য খোজেনা
শুধু  দেখে প্রতিমার ভাস্কর্য্য
আর নামতে চায় মৃর্ত্যুর খেলায়


সভ্যতার বুকে এভাবেই রক্ত ঝরে
আদিম আগুনে ঝলসে যায় যৌবন
লুঠ হয়ে যায় মাটির প্রতিমা
পড়ে থাকে সীতা বেহুলা দের কঙ্কাল
আর রাম রাবণরা এক সাথে উন্মত্ত লালসায় মেতে উঠে
মা এর মূর্তি থেকে বেরিয়ে আসে রং
আর বদলে যায় চেনা পৃথিবীর ছবি