আজ  শরতের প্রাতে  শারদ  সুরে  মাতে
সবার  হৃদয়ে আগমনী  গান বাজে
মোর কি  যায় বা  আসে  তাতে  শুন্য জীবন কাটে
তমসা ঘনায় আমার মনের  মাঝে


শিউলী  যখন পড়ে ঝরে  উদাস  গন্ধে  মন ভরে
তবু সে  তো  পায়না  কারও মন
বৃষ্টি  ভেজা রাতের পরে শিশির ভেজা  কোন্  সে  ভোরে  
বাজবে  সানাই  আসবে মোর  বিদায়ের  ক্ষন


নীল আকাশের উজ্জ্বল  হাসি পেঁজা   তুলোর মেঘ রাশি
হিমেল হাওয়ায়  ভাসে গানের  ভেলা
সব  কিছু তবু হারিয়ে পথে  ফিরবো অমি   রিক্ত হাতে
আজ খেলব হারিয়ে যাওয়ার  খেলা