সময় যেন ধূমকেতু  সম  ছোটে
এ জীবন এক বিচিত্র  প্রহেলিকা
চোখের  দৃস্টি হারিয়েছে  সব আলো
সব স্বপ্ন আজ শুধু নিষ্প্রভ শিখা


শৈশব  ছিলো  এক বর্ণময়  ছবি
শিশু মনে  ছিল  সাত টি  রঙএর ছটা
সময়ের সাথে   হারিয়েছে  সব   ভাষা
মুছে  গেছে  সব বর্ণের ঘনঘটা


কথার  মাঝে  থাকতনা যদি কথকতা
শব্দের  শোকে যদি  হতাম নির্বাক
অর্থের  শেকলে  পড়তনা  হতে  বাঁধা
ঝরা  প্রেম আজ পুড়ে  হয়ে গেছে  খাক


কে করে গেছে  মৃর্ত্যুর আয়োজন
বিষাদের সাথে অনন্ত পথ  চলা
একাকীত্ব শুধু বাড়িয়ে দিয়েছে  হাত
সব কথা তাই  হল না যে  আর বলা