কোথায়  লুকোলো   সেইদিনের  সোনালী  সূর্য  ,
কোথায়  হারালো  সে  নবান্নের  গান ?
কখন   মুছে  গেল  পৃথিবীর  পরে  সেই  সবুজ  ধান-খেত
কে  নিল  কেড়ে  অরণ্যের  প্রাণ ?


কেন  তুমি  হয়ে  আছ  নিশ্চুপ  নিস্থর ?
রক্তে  ভিজেছে  আজ  কালো  কঠিন  প্রস্তর


দ্যাখো  ওরা  উন্মত্ত  লালসায়  করে   ফসল  লুন্ঠন
নেকড়ের  থাবা  হেনেছে  আঘাত  ,খুলেছে  মা  এর  অবগুন্ঠন |


জানি  এত  সব  প্রশ্নের  মিলবেনা  কোনো  সদুত্তর ,
লোভের  আগুনে  জমি  পুড়ে  ছাই  চারিদিক  মরূ প্রান্তর


তোমার  রক্ত  নিয়ে  খেলে,  ওরা  ভুলে   গেছে  রক্তের  উত্তাপ
চলো  ফিরিয়ে  আনি  হারানো  সে  জীবনের  ছাপ |


চলো  আবার  খুঁজি    সেই   শস্যের    পাঁচালির  সুর  
হে  ধরিত্রীর  সন্তান  কেন লুকিয়েছ  মুখ , চলে  গেছ  কেন   বহুদূর ?


জেনে রেখো মেঘের  ভেতর  থেকে  হেসে  উঠবে  আবার  নতুন  সূর্য
আসো তুমি ,ভেঙ্গে  দাও  সব  শিকল , গর্জে  ওঠো  ওগো  দুরন্ত  প্রাণ |
ঘুম  থেকে  জাগবে  আবার হারানো সে   অরণ্য  ,জ্বলবে মশালের আলো
লেখা  হবে   নতুন  ইতিহাস, বোঝা  যাবে  শিকড়ের  টান  |